নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় জাহিদ হোসেন (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছে।

রোববার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আহমেদপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার তিরাইল বাজারের রুদ্র ভ্যারাইটিস স্টোরে কর্মচারী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি তিরাইল গ্রামে। বাবা আবদুল মজিদ।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, জাহিদ গতকাল রাতে তাঁর মা জাহানারা বেগমকে চিকিৎসার জন্য আহমেদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। মাকে হাসপাতালে রেখে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহিদ। আহমেদপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়ক অতিক্রম করার সময় পাথরবোঝায় একটি ট্রাক জাহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে জাহিদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

 

আজকের বাজার/ এমএইচ