নাটোরের গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম এলাকায় শুক্রবার ভোরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোজাহার আকন্দের ছেলে আব্দুল কাদের (৬০), আবু হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫) ও আব্দুস সামাদের ছেলে রাকিবুল হাসান (২৪)। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ভোরে সিরাজগঞ্জ থেকে পণ্যবাহী একটি ট্রাক নাটোরের গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে পাশের রাস্তায় পড়ে যায়। এসময় পিকআপে থাকা তিনজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
আজকের বাজার/এমএইচ