নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে উপজেলার মালিগাছা হাড়োডাঙ্গি রেলগেট এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মালিগাছা রেলগেটের অদূরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক রোগী। রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
মরদেহটি ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আজকের বাজার/একেএ