জেলায় আজ ঋণমেলায় লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে তফসিলি ২০টি ব্যাংকে দশটাকার ২১৫ জন হিসাবধারীর মাঝে প্রায় এককোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। লিড ব্যাংক পদ্ধতির মাধ্যমে ১০ টাকার হিসাবধারীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের দুইশ’কোটি টাকার আবর্তনশীল পুনঃ অর্থায়ন স্কীমের আওতায় প্রান্তিক গ্রাহকদের জন্য ঋণ বিতরণ মেলার আয়োজন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
আজ সোমবার শহরের রাণীভবানী রাজবাড়ী চত্বরে এ ঋণমেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ্বাস।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাসানুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের আঞ্চলিক উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক এবং ঋণগ্রহিতাদের মধ্যে আরিফুল ইসলাম ও শিল্পী খাতুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঋণগ্রহিতা একজন নারী ও একজন পুরুষের হাতে ঋণের চেক তুলে দেন। পরে দিনব্যাপী গ্রহিতাদের মাঝে জনপ্রতি ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান