জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান আজ শপথ গ্রহণ করেছেন। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ সময় জেলা প্রশাসক বলেন, সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকার মানুষের জন্যে মমত্ববোধ থাকতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সরকারের প্রদত্ত কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।
মোঃ আলী আকবর জোয়াড়ী ইউনিয়ন পরিষদের এবং আব্দুল্লাহ আল আজাদ দুলাল মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। মেয়াদ শেষ হওয়ায় গত ২৯ ডিসেম্বর এ দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান