নাটোরে দুই জেএমবি সদস্য গ্রেফতার

নাটোরের গুরুদাসপুর থেকে আমীর হামজা ও গোলাম হোসেন ওরফে স্বাধীন নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২১ মে) উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমীর হামজা নলডাঙ্গা উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও গোলাম হোসেন ওরফে স্বাধীন লালপুর উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুরের চন্দ্রপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে একটি কলা বাগানে গোপন বৈঠক করা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আমীর হামজার বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আমীর হামজা দীর্ঘ দিন পলাতক ছিল এবং গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

আজকের বাজার/লাবনী