আজ ভোরে সদর উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের আহম্মদপুর ব্রিজ এলাকায় দু’টি ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম (৩৬) রাজশাহীর বাগমারা উপজেলার মোবাইপাড়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
ঝঁলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান ইসলাম জানান, বনপাড়া থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এ সময় অন্য একটি ট্রাক পেছনদিকে এসে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১১-০১৩৩) আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান