নাটোরের বড়াইগ্রামে বুধবার সকালে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে নাটোরের বাগাতিপাড়া থেকে প্রাইভেটকার যোগে একটি পরিবার ঢাকায় যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় বিপরীতমুখী প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী প্রাইভেটকারে থাকা ওই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সংঘর্ষে চালকসহ উভয়কারের ছয় যাত্রী আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান