জেলায় থেমে থাকা দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ভিআইপি হোটেলের পাশে রাখা সামি জনি এবং রাজকীয় পরিবহনের বাস দুটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাস দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাস দু’টি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে সড়কের পাশে থেমে থাকা বাস দুটিতে আগুন দেয়া হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। (বাসস)