নাটোরে দুদু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

নাটোর সিংড়া উপজেলার আবদুল কাদের ওরফে দুদু হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ আগস্ট) নাটোর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর সিদ্দিক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- হাফিজুর রহমান, খলিলুর রহমান, মজিবুর রহমান মজিদ, মনির হোসেন ও বুলু।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনের মধ্যে রয়েছেন- আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।

নাটোর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার বিয়াস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তরা ইজারাদার আব্দুল কাদের দুদুকে ধরে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় বাজারে নিয়ে বেঁধে প্রকাশ্যে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে তদন্ত ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ৭ জনের মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।

আজকের বাজার/এমএইচ