জেলায় আজ দুস্থ শীতার্ত ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছয়শত কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের কান্দিভিটা জামিয়া নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এসব সামগ্রি বিতরণ করেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নাটোর ইউনিটের সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খান।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মাষ্টার এবং মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাদিউল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির নাটোর ইউনিট সূত্রে জানা যায়, জেলা সদরের একডালায় এবং লালপুর উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।এসব শীতবস্ত্র কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সৌজন্যে প্রাপ্ত। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান