নাটোরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- কুষ্টিয়ার কুমারখালী হানিফ শেখের দুই কন্যা সন্তান শিমলা (৬) ও সাদিয়া (১০)।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ১টায় তারা নন্দকুজা নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
তারা নাটোর সদর উপজেলার চক তেবাড়িয়া গ্রামে মা শাহনা খাতুনের সঙ্গে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্র জানায়, দুই বোন সবার অগোচরে বাড়ির পাশের নন্দুজা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুজনই তলিয়ে যায়। নদী পাড়ের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসকারি ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায় নেমে এসেছে।
আজকের বাজার/এমএইচ