পরকীয়া বন্ধের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলায় মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় পৌর সদরের চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাকি বিল্লাহ্ জুয়েলের উদ্যোগে চাঁচকৈড় মেইন রোডে ওই মানববন্ধন হয়। এ সময় পরকীয়ার নানা সমস্যা তুলে ধরেন বক্তারা।
মানববন্ধনে বাকি বিল্লাহ্ জুয়েল বলেন, ‘দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ, জাতি ও পরিবার। পরকীয়ার অভিশাপে জর্জরিত আমাদের সমাজ। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার।’ তিনি বলেন, ‘ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি পরকীয়ায় জড়ায়। পরকীয়ায় জড়ানো পুরুষ ও নারী উভয়ই হয়ে উঠে পশুর শামিল। পরকীয়ার কুফল শুধু নিজেরা নয় তাদের পুরো পরিবারকে ভোগ করতে হয়।’
জুয়েল আরও বলেন, ‘পত্রিকার পাতা খুলতেই চোখে পড়ে পরকীয়ার খবর। স্নেহময়ী মাকে রাক্ষসীতে পরিণত করছে এ পরকীয়া। বাড়ছে পারিবারিক অশান্তি, ভেঙে যাচ্ছে সংসার। এসব থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদের পরকীয়াবিরোধী জোর আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রীয় আইন কার্যকর করতে হবে।’
আজকের বাজার/এ.এ