পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে মোটরসাইকেলসহ তাদের হাজির করা হয়।
আটক দুইজন হচ্ছে- সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন গোটিয়ার চর গ্রামের মোঃ আলমের ছেলে মোঃ সুমন (২৩) এবং একই জেলার কামারখন্দ থানাধীন চৌদুয়ার গ্রামের হাচেন আলী শেখের ছেলে রাজু শেখ (২৪)।
এ সময় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, চলতি মাসের বিভিন্ন সময়ে শহরে মোটরসাইকেল চুরির প্রবণতা লক্ষ্য করা যায় এবং নাটোর সদর থানায় তিনটি মামলায় দায়ের হয়।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে জেলার সাতটি থানার ওসি, গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সমন্বিত টিম প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে গতকাল বুধবার রাতে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি মামলায় চুরি যাওয়া তিনটিসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।