নাটোরে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু

জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে আজ পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩৭ লাখ বই।

সকাল দশটায় নাটোর সরকারি বালক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন। অতিথিরা পরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন।

প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল গোপালপুর সুগার মিল হাইস্কুলে বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লক্ষাধিক শিক্ষার্থীর হাতে ২৯ লক্ষ ৪০ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হলো আজ থেকে। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে প্রায় আট লক্ষ বই। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান