নাটোরে ২৪ ঘণ্টায় আইন শৃঙ্খলা বাহিনীর ২০ সদস্যসহ ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক ইন্সপেক্টর ও এক আনসার সদস্যও রয়েছেন।
এ অবস্থায় ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া বন্ধ করে দেয়া হয়েছে সকল শপিং সেন্টার, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান।
নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ মঙ্গলবার সকাল থেকে শপিংমল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের এ নির্দেশ জারি করেন।
জেলা প্রশাসক জানান, গত রাতে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে হঠাৎ করে ৩০ জন আক্রান্তের পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।