নাটোরের লালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জামিরুল বিরোপাড়া এলাকার গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, দুপুরে জামিরুল তার বিরোপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে যোহরের নামাজ পড়ার জন্য পার্শবর্তী মসজিদে যাচ্ছিলেন। এসময় একদল দুবৃর্ত্ত বাড়ির কাছেই তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনসহ হত্যাকারিদের আটকের অভিযান শুরু হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ