জেলায় আজ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা এগারোটায় মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম।
বাউয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি পার্থ প্রতীম দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউয়েট-এর ট্রেজারার কর্ণেল (অব.) মো. হামিদুল হক এবং ভারপ্রাপ্ত রেজিষ্টার মেজর (অব.) মো. মনজিনুল মুবীন।
বাউয়েট ক্যাম্পাসে প্রথমবার আয়োজিত দিনব্যাপী মেলায় স্কয়ার গ্রুপ, বাংলালিংক, আমানা গ্রুপসহ দেশের স্বনামধন্য ২২টি প্রতিষ্ঠান বাউয়েট-এর শিক্ষার্থীদের চাকুরির আবেদনসহ জীবনবৃত্তান্ত গ্রহন করেছে। (বাসস)