অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে নাটোর শহরের গুরুত্বপূর্ণ ষ্টেশন বাজারের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ঐ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর কালেক্টরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
নাটোর পৌরসভা পরিচালিত ষ্টেশন বাজারে ইজারাদারের দায়িত্ব পালন করছেন আব্দুল জলিল। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত খাজনা আদায় হচ্ছে-অভিযোগের ভিত্তিতে সকাল ১০টার দিকে ঐ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। আদালতের কার্যক্রম পরিচালনাকালে দেখা যায়, নির্ধারিত ১০ টাকার খাজনা আদায়ের রশিদে ৭০ টাকা খাজনা আদায় করা হয়েছে।
পুলিশ ছাড়াও বাজার মনিটরিং অফিসার মোঃ নূর মোমেন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বাসস’কে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বাজারের ইজারাদারকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে সরকার নির্ধারিত ইজারাদারের খাজনা আদায়ের তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।