নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলার বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের  রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শফিকুল ইসলাম (৩২) নীলফামারী জেলার ডিমলা থানাধীন নাওপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং উৎসব দত্ত (২৪) রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকার পরিতোষ কুমারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি  যাত্রীবাহী বাস ঢাকা থেকে রাজশাহী দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই  দুইজন বাস যাত্রী নিহত হয়। এতে আহত হন আরো দুইজন। বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

রাতে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। (বাসস)