নাটোর সদর উপজেলার কাশিয়াবাড়ি ব্রিজ এলাকায় বুধবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নিহত লিখন বাস চালকের সহকারী ছিলেন।
নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই লিখন নামে একজন নিহত হন।
তিনি জানান, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান