জেলার গুরুদাসপুর উপজেলায় আজ বিএসটিআই- এর লাইসেন্স না থাকায় দুই চানাচুর প্রস্ততকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় উপজেলা প্রশাসন এবং বিএসটিআই-এর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
উপজেলার খামার নাচকৈড় এলাকায় পরিচালিত অভিযানে ডলার চানাচুর ফ্যাক্টরির মালিক ডাবলু আকতার এবং মেসার্স ফকির চানাচুর ফ্যাক্টরির মালিক আব্দুল মজিদকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। (বাসস)