বিজয় দিবস উদযাপন উপলক্ষে তথ্য অফিসের আয়োজনে জেলায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা ও মোঃ নজরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন সভার কার্যক্রম পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, সর্বোচ্চ ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করা। তবেই দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে, মানরিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে। (বাসস)