নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি বিদেশি রিভালভার ও ৪ রাউন্ড গুলিসহ রকি হালদার নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার ২৬ এপ্রিল রাতে উপজেলার থানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রকি হালদার উপজেলার বনপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও মহিষভাঙ্গা গ্রামের সাদেক হালদারের ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, বুধবার রাতে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় সন্দেহজনক অবস্থায় এদিক ওদিক ঘোরাঘুরি করছিল রকি। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বিদেশি রিভালভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রকির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।
আজকের বাজার: আরআর/ ২৬ এপ্রিল ২০১৭