নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া ওহিদের মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরিফ (১০)। নিহত আরিফ একই এলাকার মো. আব্দুল আউয়ালের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আরিফ সকালে বাড়ির পাশের মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এ সময় সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তারে ঘুড়ির সুতা আটকে যায়। পরে সে ঘুড়ির সুতা বৈদ্যুতিক তার থেকে ছাড়ানোর সময় বিদ্যুতায়িত হয়।
এসময় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ