রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও চোখ তুলে হত্যার ঘটনায় রবিবার রাতে প্রেমিকা সোনিয়াসহ আটজনকে আটক করেছে পুলিশ। নিহত কামরুল বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। নাটোরের সদর উপজেলার নবীণকৃঞ্চপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, শনিবার রাতে মোবাইলে কল আসার পর বাড়ি থেকে বের হন কামরুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রবিবার রাত ১১টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে কামরুলের বাম চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমে সন্দেহভাজন হিসেবে কামরুলের প্রেমিকা সোনিয়াসহ আটজনকে আটক করে, যোগ করেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান