নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করার উপর গুরুত্ব আরোপ করে নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমূখ।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, নাটোর জেলায় জরিপকৃত প্রতিবন্ধীর সংখ্যা ৩৮ হাজার ৮০৭ জন। এরমধ্যে ৮৪১ জন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি ২৭ হাজার ৬৩৩ জন প্রতিবন্ধী মাসিক ৭৫০ টাকাহারে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন এবং ৮৫৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান