নাটোরে বিশ্ব মা দিবস পালিত

মা’য়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় নাটোরে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাপলা,শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং স্বপ্নজয়ী মা আসমা বেগম এবং ফরিদা পারভীন।
সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।
অনুষ্ঠানে জেলার স্বপ্নজয়ী পাঁচজন মা’কে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। (বাসস)