ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টবল পদে চাকরি নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সনদ তৈরির সহায়তাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি নাটোরে পুলিশ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সদর উপজেলার লালমনিপুর গ্রামের রবিন মন্ডল ও পারবাগডোব গ্রামের এমরান হোসেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদে কনস্টবল পদে চাকরি পায়।
কিন্তু তাদের সরবরাহ করা সনদ পরীক্ষা করে জাল হিসাবে সনাক্ত হলে উক্ত দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আজ দুপুরে সদর উপজেলার হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আজকের বাজার/আরজেড