নাটোরে মহিষ পালনের পরিধি বাড়ছে

কুরবানীর ঈদকে কেন্দ্র করে শুধু গরু নয়, মহিষ পালনের পরিধিও বেড়েছে নাটোরে। বৈচিত্র্য আনতে এখন অনেকেই মহিষ কুরবানী করছেন। আগামীতে পদ্মার চর এলাকাসহ সারা জেলায় মহিষ পালনের পরিধি আরো বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় মোট দুই হাজার ৭৬৯টি মহিষ পালন করা হয়েছে। কয়েক বছর আগেও এ সংখ্যা ছিল শতকের ঘরে। গত কুরবানীর ঈদে জেলায় ৪১০টি মহিষ কুরবানী দেওয়া হয়েছিল। এবারের ঈদে এ সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

মহিষের মূল খাদ্য কাঁচা ঘাসের উৎস বিবেচনায় নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর এলাকা মহিষ পালনে অগ্রবতী। এছাড়া চলনবিল অধ্যুষিত বড়াইগ্রাম, গুরুদাসপুর ও সিংড়া উপজেলাসহ জেলার সকল উপজেলাতেই কম বেশী মহিষ পালন করা হয়। খামারগুলোতে গরুর পাশাপাশি মহিষও জায়গা করে নিচ্ছে।

বভিন্ন দেশের আকর্ষণীয় গরু আর মহিষের সমাহারে সৌখিন খামার গড়ে তুলেছেন রেকাত আলী। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী খামারে থাকা ৬৮টা গরু আর পাঁচটা মহিষ দেখতে ভিড় করছেন, হচ্ছেন মুগ্ধ। নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকাতে বৈচিত্রময় এ খামারের অবস্থান। একই আকৃতির পাঁচটা বিহারী জাতের মহিষ ওজনে পনের মণ ছাড়িয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন বলেন, জেলায় সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে মহিষ পালনের পরিধি বাড়াতে প্রাণিসম্পদ বিভাগ মহিষপালনকারীদের সহযোগিতায় কার্যকর সব রকমের পদক্ষেপ গ্রহণ করবে।

আজকের বাজার/লুৎফর রহমান