নাটোরে মাদক মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন

নাটোরে মাদক মামলার রায়ে নূরুল ইসলাম নামে ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২ জুলাই) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম রাজশাহী জেলার চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে।

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি নাটোরের বাড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ১শ গ্রাম হিরোইনসহ নূরুল ইসলামকে আটক করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে বড়াই থানায় মামলা করা হয়। পুলিশ এই মামলায় নূরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।

প্রয়োজনীয় সাক্ষ্য প্রামাণ শেষে আদালত এ রায় দেন।

আজকের বাজার/একেএ