নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুন্নবী বেফিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিদুন্নবী উপজেলার শাইলকোনা গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার (৫ এপ্রিল) রাতে অফিসের কাজ শেষে করে সবাই অফিস থেকে চলে যায়। এ সময় কমান্ডার রশিদুন্নবী বেফিন একাই অফিসে ছিলেন। সকালে অফিসের পিয়ন কমপ্লেক্সে গিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে। হলরুমের গেট খোলা দেখে সে ভিতরে প্রবেশ করে এবং গলায় রশি পেঁচানো অবস্থায় রশিদুন্নবী বেফিনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানিয়েছেন, মরদেহের পাশের টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোটে লেখা রয়েছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।