নাটোরের লালপুরে মোটরসাইকেল ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ গাছের সাথে ধাক্কা লেগে শনিবার দিবাগত রাতে তিন যুবক নিহত হয়েছেন।
তারা হলেন- ফয়সাল, সজিব ও সোহান। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘গতরাতের কোনো একসময় ফয়সাল, সজিব ও সোহানের মোটরসাইকেল লালপুর উপজেলার দুয়ারিয়া এলাকার গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়ে। সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে।’