নাটোরে যুবলীগ নেতা খুন

নাটোর পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন (২৪) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কানাইখালী এলাকার ব্রাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ইমরান ওই এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র কানাইখালী এলাকায় কয়েকজন যুবক ইমরানকে তার দোকান থেকে ব্রাক ব্যাংকের সামনে ডেকে আনে। এ সময় ওই যুবকদের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইমরানের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ইমরানকে নাটোর সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইমরানের মৃত্যু হয়।

নাটোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বুলেট ইমরানকে ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক বলে দাবি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান বলেন, ‌‘কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।’

আরএম/