নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যা দায়ে ২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মোহম্মদ হাসানুজ্জামান এ রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মোবারক হোসেন কালু ও মো. মিঠুন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলায় এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া ওইদিন সকালে স্কুলে যায়। টিফিনের পর থেকে নিখোঁজ হয়ে যায় সে।
পরে মায়ার বান্ধবী জুঁইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগানে গিয়ে তার লাশ পায়।
এ ঘটনায় নিহতের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ দুই আসামিকে আটক করে।
আজকের বাজার/আরজেড