জেলার লালপুরে ১০ বছরের এক ছেলে শিশুকে বলৎকারের অভিযোগে মঙ্গলবার শিশির নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ২৭ সেপ্টেম্বর বিকালে উপজেলার পানসিপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে খেলা করছিল ওই শিশু। এ সময় একই এলাকার চার বন্ধু মাহাফুজ, রিমন, সেলিম ও শিশির শিশুটিকে ধরে নদীতে রাখা নৌকায় নিয়ে যায়। পরে সেখানে তাকে মুখ বেঁধে তিন বন্ধুর সহায়তায় বলৎকার করে মাহফুজ।
ওসি আরও জানান, পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনা জানায়।
শিশুটির বাবা বিষয়টি ইউপি সদস্য আলতাফ হোসেনকে জানালে তিনি বিচারের আশ্বাস দেয়। কিন্তু কোনো বিচার না করায় ৪ অক্টোবর মামলা করেন ভুক্তভোগীর বাবা।
চিকিৎসা শেষে শিশুটি বর্তমানে বাসায় অবস্থান করছে বলে ওসি জানিয়েছেন।