নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫ জন।
রোববার (২০ মে) সকাল ৬টার দিকে বাগাতিপাড়া-নাটোর সড়কের মাস্তান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাপোস দাস (২৪)। নিহত রাপোস দাস বাগাতিপাড়া উপজেলার নুরপুর চকপাড়া গ্রামের অশোক দাসের ছেলে এবং প্রাণ এ্যাগ্রো লিমিটেডের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাগাতিপাড়া থেকে একটি নছিমনে করে রাপোসসহ কয়েকজন প্রাণ এগ্রো লিমিটেডে ডিউটির জন্য যাচ্ছিলেন। মাস্তান মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি একটি শিমুল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাপোসসহ অন্যরা গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাপোস দাসকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে অপর একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজকের বাজার/একেএ