নাটোরের বড়াইগ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাবারের দোকানে ঢুকে পড়লে এক নারীসহ ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ জন।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় আজমেরী বাজারের আল-আমিন হোটেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের দোসর আলীর ছেলে শাহ মোহাম্মদ (৬০) ও কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী হাসিনা বানু (৫৫)।
আহত শাহীন আলমকে (৪০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও ওই হোটেলের শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামস উন নুর জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হোটেল থেকে বের করে আনার কাজ শুরু করে। সকাল ৯ টায় ট্রাকটি বের করে নিয়ে আসা হয়।
তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটির চালক ও সহকারী পালিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এস/