নাটোর শহরের বড়গাছা এলাকায় জ্যোতী মহিলা হোস্টেলে কেরোসিনের চুলা থেকে আগুন লেগে বৃহস্পতিবার তিন কলেজছাত্রী দগ্ধ হয়েছেন।
আহত ছাত্রীরা হলেন- সানজিদা, শামীমা ও ফাতেমা। তারা নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ খান জানান, হোস্টেলের একটি কক্ষে রান্না করার জন্য ওই তিন ছাত্রী কেরোসিনের চুলায় আগুন জ্বালানোর সাথে সাথে আগুনের শিখা তীব্র বেগে ছাড়িয়ে পড়ে। এতে তারা তিনজনই দগ্ধ হয়।
তাদের প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সানজিদা ও শামীমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজকের বাজার/এমএইচ