জেলায় জরুরী চিকিৎসা সেবায় সহযোগিতার লক্ষ্যে ১০ ব্যক্তি রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্ত দান করেছেন। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচী শুক্রবার রাত ১০ টায় শেষ হয়।
একই সাথে ‘সবার জন্যে নিরাপদ রক্ত’ প্রতিপাদ্যে েেসাসাইটি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, থ্যালাসেমিয়া, এ্যানিমিয়া, সিজারিয়ান, দুূর্ঘটনা, কিডনী ডায়ালোসিস, ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হচ্ছে। হেপাটাইটিস, এইডস, সিফিলিস, ম্যালেরিয়া পরীক্ষার মাধ্যমে দেশে মোট নয়টি ব্লাড ব্যাংকের মাধ্যমে মোট সাড়ে চার লাখ চাহিদার বিপরীতে এক লাখ ব্যাগ নিরাপদ রক্ত সরবরাহ করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
নিয়মিত রক্তদানের মাধ্যমে হেপাটাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় বলে বক্তারা উল্লেখ করেণ। বর্তমানে নিরাপদ রক্ত সংরক্ষণে আধুনিক রেফ্রিজারেটরের পাশাপাশি আগামী অর্থ বছর থেকে উন্নত সেবা নিশ্চিত করতে নাটোর রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে একটি সেল সেপারেশন মেশিন ও প্লাজমা রেফ্রিজারেটর সংযোজন করা হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সেক্রেটারি জালাল উদ্দিন, ইউনিটের আজীবন সদস্য ফারাজী আহম্মদ রফিক বাবন ও রবিউল আলম ননীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার সংগঠনের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক কেন্দ্রের সমন্বয়কারী শাম্মী আকতার সভা প্রধানের দায়িত্ব পালন করেন।