জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার বনপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এসব জাল জব্দকরা হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলা মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন।
বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী জানান, অভিযানকালে পাঁচশ’টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের দৈর্ঘ্য ২৫ হাজার মিটার। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। (বাসস)