নাটোরে এক মায়ের গর্ভে ১১ বছর পর জন্ম নিলো ৪টি সন্তান। শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটে জেলা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্বাভাবিকভাবে জন্ম নেয় ৩টি কন্যা ও একটি পুত্র সন্তান।
সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের কৃষক মিলন হোসেন শুক্রবার তার গর্ভবতী স্ত্রী সাহিদাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান। শনিবার তার স্ত্রী চার সন্তান প্রসব করেন।
নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মাহাবুবুর রহমান জানান, ২টি শিশু সম্পূর্ন সুস্থ। তবে বাকি দু’টি শিশুর ওজন অত্যন্ত কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দীর্ঘ ১১ বছর পর ৪টি সন্তান হওয়ায় খুশি সাহিদা-মিলন দম্পতিসহ তাদের স্বজনরাও।
আজকের বাজার/এমএইচ