নাটোরে ৫২ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

নাটোরের সিংড়ায় ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, পৌর শহরের সরকার পাড়া মহল্লার লুত্ফর চৌকিদারের স্ত্রী আদরী বেগম (৪৫) ও তার মেয়ে একই মহল্লার মিজানুর রহমানের স্ত্রী পুতুল (২২)।
শুক্রবার দিবাগত রাত আটটার দিকে পৌর শহরের চকসিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজকের বাজার/একেএ/