নাটোরে ৮৩৬টি ঈদগাহে ঈদের জামাত : প্রধান জামাত সকাল সোয়া ৭টায়

জেলায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৭-১৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একই স্থানে সকাল ৮-১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৭-৪৫ মিনিটে কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদগুলোতে ঈদ নামাজ আয়োজন করা হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান