নাটোর আদালত চত্বরে বৃহস্পতিবার এক ধর্ষণ মামলার আসামির সাথে ধর্ষিতার বিয়ে সম্পন্ন হয়েছে।বিয়ের পর আসামিকে জামিন দেন জেলা ও দায়রা জজ আবদুর রহমান।
আসামি পক্ষের আইনজীবী মঞ্জুরুল আলম জানান, চলতি বছরের ১৮ সেপ্টম্বর রাতে গুরুদাসপুর উপজেলার রওশনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক প্রতিবেশী এক তরুণীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান।
এ ঘটনায় ধর্ষিতা মামলা দায়ের করলে পুলিশ মানিককে গ্রেপ্তার করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।উভয় পক্ষ বিয়েতে সম্মত রয়েছে বলে আইনজীবী মঞ্জুরুল বৃহস্পতিবার আদালতকে জানিয়ে আসামি মানিকের জামিন আবেদন করেন।
পরে জেলা ও দায়রা জজ আব্দুর রহমান আদালতে রেজিস্ট্রির মাধ্যমে উভয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর মানিকের জামিন মঞ্জুর করেন।