ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সম্প্রতি নাটোর ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরীতে প্রথমবারের মত মাস ব্যাপী হ্রাসকৃত মূল্যে বই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ৩৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাসকৃত মূল্যে বই ক্রয়ের সুযোগ নিতে লাইব্রেরীতে ক্রেতা সমাগম বেড়েছে। পুরো রবিউল আওয়াল মাস জুড়ে ১৬ নভেম্বর পর্যন্ত এ বিপণন কার্যক্রম চলবে।
শহরের পটুয়াপাড়াতে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের লাইব্রেরী সহকারী মোঃ আজিজুল হক টুকু জানান, লাইব্রেরীতে বিভিন্ন বিষয় ভিত্তিক দুই শতাধিক বইয়ের সংগ্রহ রয়েছে। এরমধ্যে কোরআন মাজিদের অনুবাদ, তাফসীরের মধ্যে ১১ খন্ডের ইবনে কাছীর, মারেফুল কোরআন, হেদায়েতুল কোরআন, সাফওয়াতুন তাফছীর, হাদিসের মধ্যে ১০ খন্ডের বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসায়ী শরীফ, হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী’র মধ্যে চার খন্ডের সিরাতুন নবী, মহানবী (সাঃ)’র জীবন চরিত, আদাবুল মুখরাদ, ইসলামের রীতি নীতি বিষয়ক জনপ্রিয় বই-দৈনন্দিন জীবনে ইসলাম, জনপ্রিয় উপন্যাস- আলোর পরশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা এবং অন্যান্য খ্যাতিমান ব্যক্তিত্বগণের জীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক বই, ইসলামী বিশ্বকোষ, শিশুতোষ বই, বিভিন্ন ধর্মীয় ইংরেজী বই।
লাইব্রেরী সহকারী আরো জানান, হ্রাসকৃত মূল্যে বই বিক্রয়ের কার্যক্রম জনসাধারণকে অবহিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার টানানো হয়েছে। লাইব্রেরীর নিয়মিত ক্রেতাদের সাথে করা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ। ইতোমধ্যে বই বিক্রর সংখ্যা বেড়ে অন্য সময়ের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে, আগামীতে বিক্রয় পরিধি আরো বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
গত রোববার লাইব্রেরী থেকে এক হাজার টাকা মূল্যের বই সংগ্রহকারী এমরান আহমেদ জানান, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বইসমূহ তথ্য সমৃদ্ধ এবং নির্ভূল। তাই ব্যক্তিগত সংগ্রহে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই সংগ্রহ করার চেষ্টা করি। লাইব্রেরীর নিয়মিত ক্রেতা ডেন্টাল সার্জন ডাঃ হাসানুজ্জামান হেলাল বলেন, মাস জুড়ে বই ক্রয়ে বিশাল মূল্য হ্রাসের সুবিধা নিতে চাই। ইবনে কাছীর তাফসীরের যেসব খন্ড এখনো সংগ্রহ করা হয়নি, সেসব খন্ড এ সুযোগে কিনে নিতে চাই।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক আবুল কাশেম বাসস’কে বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই পাঠ করে পাঠকবৃন্দ ইসলামী জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সক্ষম হবেন। সক্ষম হবেন জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে। এরফলে জীবন হবে তথ্য সমৃদ্ধ ও সুন্দর। মাস জুড়ে হ্রাসকৃত মূল্যে সুযোগ গ্রহণ করে বইয়ের পাঠক তথা ক্রেতারা লাভবান হতে পারবেন।