নাটোর পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থায়ী টিকাদানকেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। বেলা ১১টায় মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র সংলগ্ন নিজস্ব ভবনে পরিচালিত এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার দেশকে মানবিক রাষ্ট্্র হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যের সাথে সংহতি জ্ঞাপন করে নাটোর পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে। এ কেন্দ্রে পৌর কর্মসূচিতে গতি সঞ্চার হবে।
সভাপতির বক্তব্যে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, আমরা পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারিত করবো।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক জানান, প্রতিটি কেন্দ্্ের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকসহ অন্যান্য জনবল দায়িত্ব পালন করছেন। (বাসস) :