জেলায় আজ ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাব ভবন উদ্বোধন করেন নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন- এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ ও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানসহ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। (বাসস)