আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে সামনে রেখে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার আজ উদ্বোধন করা হয়ছে। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন প্রমূখ।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। নাটোর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় প্রায় সাড়ে তিনলাখ টাকা ব্যয়ে বিদ্যালয় চত্বরে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান