ইতালিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল।
শেষ ষোলোতে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন অবাছাই স্বদেশি ফিলিপ ক্রাজিনোভিচের। প্রথম সেটে জকোভিচকে চমকে দেয়ার পথ তৈরি করেছিলেন র্যাংকিংএর ২৯ নম্বরে থাকা ক্রাজিনোভিচ। দুর্দান্ত লড়াইয়ে সেটটি টাইব্রেকারে নিয়ে যান তিনি।
তবে অভিজ্ঞতার কারনে শেষ পর্যন্ত সেটটি জিতে নেন জকোভিচ। ৭-৬ (৯-৭) গেমে প্রথম সেট জিতেন তিনি। পরের সেটে জকোভিচের সাথে লড়াইয়ে ছিটেফঁটাও দেখাতে পারেননি ক্রাজিনোভিচ। ৬-৩ গেমে সেটটি জিতেন তিনি। ফলে শেষ আটের টিকিট পান জকোভিচ।
শেষ ষোলেতে নাদাল খেলতে নামেন সার্বিয়ার অবাছাই দুসান লাজোভিচের। জয় পেতে জকোভিচের মত বেগ পেতে হয়নি নাদালের। ৬-১ ও ৬-৩ গেমে জয় পান নাদাল। গেল বছরের এই টুর্নামেন্টের ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন জকোভিচ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান